OrdinaryITPostAd

স্বাধীন'২৪_বাংলাদেশ VS বিজ্ঞান_ভিত্তিক_রাজনীতি

স্বাধীন'২৪_বাংলাদেশ  VS বিজ্ঞান_ভিত্তিক_রাজনীতি

#রাজনীতি_একটি_আর্ট, স্বাধীন'২৪ বাংলাদেশ উন্নত রাজনৈতিক পরিবেশ প্রয়োজন, অসুস্থ রাজনীতি পরিহারের এখনই সময়।

স্বাধীন'২৪ বাংলাদেশে আমর ছাত্র জনতা সুস্থ রাজনীতি চাই। রাজনীতি একটি রাষ্ট্রের মেরুদণ্ড এবং রাজনৈতিক দল তার প্রাণ। রাজনীতি  ও রাজনৈতিক দল না থাকলে একটি রাষ্ট নিষ্প্রান হয়ে যায়। শুধু বাংলাদেশ না এশিয়া মহাদেশে একপ্রকার অসুস্থ,  উম্মাদ প্রকৃতির রাজনীতি বিদ্যমান। 

এশিয়ার বাংলাদেশ যেভাবে ইতিহাস সৃষ্টি করেছে ৫ আগষ্ট ২৪ তারিখে যা পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত। বিগত ১৫/১৬ বছরের যে একনায়কতত্রের শাসন, জুলুম নির্যাতনের ফলে সকল রাজনৈতিক দল এক প্রকার ব্যাফুটে চলে গেছে, কার্যত তারা নিষ্ক্রিয়। রাজনীতির মাঠে তাদের ভূমিকা নেই বললেই চলে।

স্বাধীন'২৪ বাংলাদেশ রাজনীতির ধরনটা নতুন হওয়া খুবই জরুরি। রাজনৈতিক পরিবেশ যত উন্নত হবে রাষ্ট্রর শাসন ব্যবস্থা তত উন্নত হবে। রাজনৈতিক চর্চা হওয়া জরুরি বিজ্ঞান ভিত্তিক।  ২৪ শতকে যখন বিজ্ঞানের জয়জয়কার তখন বাংলাদেশের রাজনীতি কেন বিজ্ঞান থেকে দুরে? বিজ্ঞান ভিত্তিক উন্নত রাজনৈতিক পরিবেশ কেন আমরা তৈরি করতে পারছিনা ? #রাজনীতি_একটা_আর্ট। এটা শিখতে হয়। চর্চা করতে হয়। শুধু বংশ পরম্পরায় রাজনীতিতে নাম লেখালেই রজনীতিবিদ হওয়া যায় না। 

৭১ এর পর থেকে সেই মান্দাত্বা আমলের অসুস্থ রাজনীতি চলেই আসছে  সময় হয়েছে এখন অসুস্থ রাজনীতি থেকে বের হয়ে আসার। 

স্বাধীন'২৪ হোক সকলের জন্য উন্নত, সুস্থ, সম্মানজনক বিজ্ঞান ভিত্তিক রাজনৈতিক পরিবেশ।

#trendingpost 
#Bangladesh 
#Politics 
#Qutamovement 
#quotamovement2024

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪