OrdinaryITPostAd

ছুটির দরখাস্ত লেখার নিয়ম স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়/অফিস

ছুটির দরখাস্ত লেখার নিয়ম

শিক্ষা জীবনে বা কর্ম জীবনে হোক দরখাস্ত একটি অপরিহার্য্য বিষয়। জীবেনে চলার পথে যেকোন প্রযোজনে হোক অপ্রয়োজনে হোক দরখাস্ত লিখতে হয়ে । আজকে আমরা ছুটির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানার চেষ্টা করবো।

কোন কিছু আদায়ে দরখাস্ত একটি নিয়ামক হিসেবে কাজ করে। তাই সঠিকভাবে দরখাস্ত লিখা জরুরী। আমারা অনেক সঠিক  নিয়মে দরখাস্ত লিখতে জানিনা বা পারিনা। আজকে আমরা কিছু নমুনা দরখাস্ত লিখবো যা থেকে আপনি খুব সহজেই আপনার প্রয়োজন অনুসারে ছুটির দরখাস্ত লিখতে পারবেন।

আজকের আমর সচারচর ব্যাবহার হয় এমন কিছু দরখাস্ত লেখার নিয়ম আলোচনা করব। চলুন জেনে নিই আজকে আমরা কোন কোন বিষয়ে ছুটির দরখাস্ত লেখার নিয়ম জানবো

  • অসুস্থতার করনে ছুটির জন্য আবেদন।
  • বোনের বিয়ে উপলক্ষে অগ্রীম ছুটি চেয়ে আবেদন।
  • অনুপস্থিত থাকার কারনে ৩ দিনের ছুুটি চেয়ে আবেদন।
  • তীব্র তাপদাহের কারনে ছুটি চেয়ে আবেদন।
  • ক্রিকেট খেলা দেখতে যাওয়ার জন্য অর্ধ দিবস ছুটি চেয়ে আবেদন।
  • অসুস্থতার কারনে অফিস থেকে ছুটি চেয়ে আবেদন।

১. অসুস্থতার করনে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন ।

তারিখ: ৩১/০৭/২৪ খ্রি:বরাবর,
প্রধান শিক্ষক
বিশ্বয় বাংলা একাডেমী, ঢাকা

বিষয়: অসুস্থতার করনে ছুটি চেয়ে আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মারুফ আহমেদ/ ফারজানা ইসলাম আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমি গত ১২/৬/২০২৪ তারিখ থেকে ১৬/৬/২০২৪ তারিখ পর্যন্ত ৫ দিন অসুস্থতার কারনে / জ্বরে আক্রান্ত হওয়ার কারনে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে আমাকে উক্ত ৫ দিনের ছুটি মন্জুর করতে আপনার মর্জি হয়।


বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত
নাম:
শ্রেণি:
রোল:

২.  বোনের/ভাইয়ের বিয়ে উপলক্ষে অগ্রীম ছুটি চেয়ে আবেদন।

তারিখ: ০৫/০৯/২৪ খ্রি:
বরাবর,
প্রধান শিক্ষক
বিশ্বয় বাংলা একাডেমী, ঢাকা

বিষয়: বোনের বিয়ে উপলক্ষে অগ্রীম ছুটি চেয়ে আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি সানজিদ হাসান/ তাহমিনা আক্তার আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আপনি জেনে খুশি হবেন যে আগামী ১০/০৯/২০২৪ তারিখে আমার বড় বোনের/ ভাইয়ের বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক মেহমান আসবে তাদের আপ্যায়ন জন্য আমাকে অনেক ব্যস্ত থাকতে হবে। তাই ০৮/০৯/২৪ তারিখ থেকে ১৩/০৯/২০২৪ তারিখ পর্যন্ত আমার বিদ্যালয়ে উপস্থিত হওয়া সম্ভব হবে না।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, উক্ত পরিস্থিতি বিবেচনায় আমাকে উক্ত ৬ দিনের ছুটি মন্জুর করে বাধিত করবেন।


বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী
নাম:
শ্রেণি:
রোল:

৩. অনুপস্থিত থাকার কারনে ৩ দিনের ছুুটি চেয়ে আবেদন।

তারিখ: ৮/১১/২৫ খ্রি:
বরাবর,
প্রধান শিক্ষক
বিশ্বয় বাংলা একাডেমী, ঢাকা

বিষয়: অনুপস্থিত থাকার করনে ছুটি চেয়ে আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আকিদুল ইসলাম/ মৌসুমি আক্তার আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমি গত ৪/১১/২০২৫ তারিখ থেকে ০৬/১১/২০২৫ তারিখ পর্যন্ত ৩ দিন অসুস্থতার কারনে ক্লাসে উপস্থিত হতে পারিনি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে আমাকে অনুগ্রহপূর্বক ৩ দিনের ছুটি মন্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত
নাম:
শ্রেণি:
সেকশন:
রোল:

৪. ক্রিকেট খেলা দেখতে যাওয়ার জন্য অর্ধ দিবস ছুটি চেয়ে আবেদন।

তারিখ: ৮/০২/২৫ খ্রি:
বরাবর,
প্রধান শিক্ষক
বিশ্বয় বাংলা একাডেমী, ঢাকা

বিষয়: ক্রিকেট খেলা দেখতে যাওয়ার জন্য অর্ধ দিবস ছুটি চেয়ে আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রী। আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী ১০/০২/২৪ তারিখ এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় বাংলাদেশ শ্রীলংকার মোকাবেলা করবে। খেলাটি সকাল ৯ ঘটিকায় শুরু হবে। বাংলাদেশ দলকে সাপোর্ট করতে ও উৎসাহ দিতে আমার মিরপুর স্টেডিয়ামে যেতে চাই। তাই আমাদের অর্ধ দিবস ছুটি প্রয়োজন।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে আমাদের অর্ধ দিবস ছুটি মন্জুর করতে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত
ছাত্র-ছাত্রী
বিশ্বয় বাংলা একাডেমী, ঢাকা

শেষ কথা,
যেসকল দরখাস্ত নিয়ে আলোচনা করা হলো তাতে শুধু আপনার প্রয়োজন অনুসারে তথ্য পরিবর্তন করুন তাহলেই হবে। স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি বা অসুস্থতার করনে যে দরখাস্ত লিখতে হয় তার প্যাটার্ন একই রকম। আশা করা যায় আজকের লিখার মাধ্যমে আপনাদের উপকার হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪